ব্রেকিং

x

টেকনাফের শাহপরী দ্বীপে এক জালেই ধরা পড়লো ৩০০ মণ মাছ!

সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | ৯:৩৪ অপরাহ্ণ | 130 বার

টেকনাফের শাহপরী দ্বীপে এক জালেই ধরা পড়লো ৩০০ মণ মাছ!
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ উপকূলে এক জালে ধরা পড়ছে ছোট- বড় তিন শত মণ মাছ। এতে খুশির আমেজ বইছে ওই জেলে পরিবারে।

সোমবার সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার মো. কলিম উল্লাহর টানা জালে এসব মাছ ধরা পড়ে।



সরেজমিনে দেখা যায়, উপকূলের জেলেদের টানা জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির তিন শত মণ মাছ ধরা পড়েছে।
জেলেরা মাছ তোলার সাথে সাথে এসব মাছ ন্যায্য মূল্যে বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকীটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলেসহ লাভবান হচ্ছেন মৎস্য সংশ্লিষ্ট উপকূলবাসী।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে মো. কলিম উল্লাহ বলেন, আমার এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। গতকালও ৪ লাখ টাকার মাছ পেয়েছি। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এ বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে। প্রতিদিন প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com