ব্রেকিং

x

চট্টগ্রামে হাতির আক্রমণে ৩ জন নিহত, আতঙ্কে মানুষ

রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ | ২:১৭ অপরাহ্ণ | 467 বার

চট্টগ্রামে হাতির আক্রমণে ৩ জন নিহত, আতঙ্কে মানুষ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে আসা হাতির পালের আক্রমণে আজ (রোববার) সকালে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আবু তাহের মিস্ত্রি (৬৫), জাকের হোছাইন (৬৫) ও আব্দুল মাবুদ (৬০)।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে মধ্যম কধুরখীল গ্রামের চৌধুরীহাট বাজারে সোলতান কমপ্লেক্সের পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। একই স্থানে হাতির আক্রমণে আরও একজন আহত হন।



নিহত আবু তাহের উপজেলার মধ্যম কধুরখীল গ্রামের শরীফ পাড়ার আব্দুল লতিফের ছেলে। জাকের হোছাইন উপজেলার চান্দেরহাট গ্রামের আব্দুল মোনাফের ছেলে। আর আব্দুল মাবুদ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কুমার পাড়ার মৃত আলী আহমদের ছেলে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, খরণদ্বীপ শান্তি বাজারের পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে ঘটনাস্থলে আব্দুল মাবুদের মৃত্যু হয়। গুরুতর আহত জাকেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত তিনজনের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দীন বলেন, ‘গতকাল (শনিবার) করলডেঙ্গা পাহাড় থেকে ৯টি হাতির একটি পাল বোয়ালখালীর লোকালয়ে চলে আসে। দিনভর বিচরণ শেষে রাতে হাতির পালটি বিভক্ত হয়ে পড়ে। একটি দল এখনো উপজেলার কধুরখীল, পোপাদিয়া, শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় অবস্থান করছে। পাল থেকে চারটি হাতি পূর্বদিকে চলে গেছে। সেগুলোর অবস্থান জানা যায়নি।’

শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা সাতটি হাতির একটি পাল দেখতে পায়। হাতির পালটি কয়েকবার আশপাশের ফসলি জমিতে নেমে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনভর স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হাতিগুলোকে সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে আবদুল আলম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ১৪ জুলাই রাত দুইটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামের নেওয়াজ তালুকদারের বাড়িতে বন্য হাতির আক্রমণে আখতার হোসেন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

এর আগে গত ২৬ জুন রাত আটটার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মোমেনা খাতুন (৬৫) নামে একজন হাতির আক্রমণে প্রাণ হারান।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com