চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম রাকিব হোসেন।
আজ বৃহস্পতিবার নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, মাত্র দুই মিনিটে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিতে পারেন রাকিব।
এ ঘটনায় রাকিবের বিরুদ্ধে নগরের ইপিজেড থানায় র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় সততা টেলিকম নামের একটি দোকানে কিছু প্রতারক অবস্থান করছেন।
সেখানে তারা কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। র্যাব সেখানে অভিযান চালিয়ে রাকিব নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ভুয়া সনদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
Development by: webnewsdesign.com