কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল হত্যা মামলায় ইমরান খন্দকার (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নগরের সুজানগর এলাকায়। তাঁর বাবার নাম আবুল বাশার। মামলার তদন্তে নাম আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে ইমরান খন্দকারকে তাঁর মামাতো ভাই হত্যা মামলার ৮ নম্বর আসামি জিসান ফোন করে বাসায় ডেকে আনেন। সেখানে যাওয়ার পর ইমরান জিসানের বাসায় শাহ আলম, সাব্বির, জেল সোহেল, সাজন, মাসুমসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে দেখতে পান। তাঁরা তিনটি কালো ব্যাগে অস্ত্র ও হাতবোমা ঢোকান। ইমরান ও জিসানও ব্যাগে অস্ত্র ও হাতবোমা ভরার কাজে হাত লাগান। তারপর ব্যাগ তিনটি ইমরান খন্দকার ও জিসানকে দিয়ে বাকিরা পালিয়ে যান। পরে তাঁরা অস্ত্র-বোমাভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামের বাসার ভেতরে ফেলে দিয়ে চলে যান।
গত ২২ নভেম্বর আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে ইমরান খন্দকারকে তাঁর মামাতো ভাই হত্যা মামলার ৮ নম্বর আসামি জিসান ফোন করে বাসায় ডেকে আনেন। তাঁরা তিনটি কালো ব্যাগে অস্ত্র ও হাতবোমা ঢোকান।
আজ বিকেলে ইমরান খন্দকারকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইমরান খন্দকার অস্ত্র বহনের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
কাউন্সিলর মো. সোহেল হত্যা মামলার প্রধান আসামি গতকাল রাতে বন্দুকযুদ্ধে নিহত শাহ আলমকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে। আজ বেলা তিনটার দিকে পুলিশি পাহারায় টিক্কারচর কবরস্থানে সাব্বির ও সাজনের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এতে পরিবার ও এলাকার কোনো মানুষ অংশ নেননি।
এখন পর্যন্ত এজাহারনামীয় পাঁচজন ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর বন্দুকযুদ্ধে এজাহারনামীয় তিন আসামি নিহত হয়েছেন। ২ নম্বর আসামি জেল সোহেল, ১০ নম্বর আসামি সায়মন ও ১১ নম্বর আসামি রনি—এই ৩ জন পলাতক রয়েছেন।
Development by: webnewsdesign.com