ব্রেকিং

x

উপসর্গ নিয়ে মৃত ৩৪ জনের ১৪ জনই রাজধানী ঢাকার বাসিন্দা

বুধবার, ২৪ জুন ২০২০ | ১২:০৫ অপরাহ্ণ | 341 বার

মহামারী করোনায় (কোভিড-১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রান হারিয়েছেন ১৪জন।এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, ও শ্বাসকস্টের মতো ব্যাধি মহামারী করোনায় (কোভিড-১৯) গতকাল আরও ২০ জন প্রান হারিয়েছেন।সব মিলিয়ে গতকাল করোনায় মৃত্যু মোট ৩৪ জন। এর মধ্যে বরিশালে ১জন,খুলনায় ৪জন,কুমিল্লায় ৬জন,লক্ষিপুরে ১জন ব্রাহ্মণবাড়িয়ায় ১জন,নোয়াখালিতে ১জন,ফেনীতে ১জন, ঝালকাঠিতে ২জন ও খুলনায় ৩জন। মৃত ব্যক্তিদের বাড়িঘর ও লকডাউন করেছে প্রশাসন।  সোমবার রাতে লক্ষিপুর সদর হাসপাতালে মহামারী করোনায় প্রান হারিয়েছেন পিডিবি কর্মকর্তা আনোয়ার হোসেন।তার লাশ রাতেই স্থানীয় বাঞ্ছানগরের পারিবারিক কবরস্থানে দাপন করা হয় স্থানীয় সুত্রে জানা যায়।ব্রাহ্মনবাড়িয়ায় আলম মিয়া নামে এক যুবক এর মৃত্যু হয়েছে।গতকাল সকালে শিম্রাইল গ্রাম মেহারি উপজেলার নিজ বাড়িতে মারা যান তিনি। নোয়াখালিতে জ্বর কাশি ও শ্বাসকস্টে আক্রান্ত এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।তার নাম অনাথবন্দু শীল সোমবার রাত ৯টার দিকে হাতিয়া পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের অছখালি কালীবাড়িতে মারা যান তিনি।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ৪:৩২ অপরাহ্ণ
  • ৬:৩৭ অপরাহ্ণ
  • ৮:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com