ব্রেকিং

x

আইপিএলে জয় দিয়ে শুরু মোস্তাফিজহীন দিল্লির

রবিবার, ২৭ মার্চ ২০২২ | ১০:৩০ অপরাহ্ণ | 116 বার

আইপিএলে জয় দিয়ে শুরু মোস্তাফিজহীন দিল্লির
দিল্লি ক্যাপিটালস

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে ভারত সফরে গিয়ে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন মোস্তাফিজুর রহমান। তাকে ছাড়াই আইপিএল ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলে দিল্লি ক্যাপিটালস।

নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে দিল্লি।



১৭৮ রান তাড়ায় উদ্বোধনীতে ২১ বলে স্কোর বোর্ডে ৩০ রান যোগ করা দল দিল্লি এরপর মাত্র ৩৭ বলে ৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায়।

৯.৪ ওভারে দলীয় ৭২ রানে দিল্লির ৫ উইকেট পড়ে যাওয়ায় দিল্লির পরাজয় অনুমেয় ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। জসপ্রিত বুমরাহ আর টাইমাল মিলসের গতি সামাল দেওয়ার মতো দিল্লির লোয়ার অর্ডারে তেমন কোনো স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন না।

কিন্তু ললিত যাদব ষষ্ঠ উইকেট শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে ২২ বলে করেন ৩২ রানের জুটি। এরপর বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ৩০ বলে অবিচ্ছিন্ন ৭৫ রানের কার্যকরী জুটি গড়ে দলকে ১০ বল আগেই ৪ উইকেটের জয় উপহার দেন ললিত। দলের জয়ে ৩৮ বলে ৪টি বাউন্ডারি আর দুই ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন ললিত যাদব। আর ১৭ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৮ রান করেন অক্ষর প্যাটেল।

রোববার মুম্বাইয়ের ব্রেবোন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। ৮.২ ওভারে ৬৭ রানের জুটি গড়েন তারা।

এরপর ৫৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় মুম্বাই। তবে উইকেটের একপ্রান্ত আগলে রাখেন ওপেনার ইশান কিশান। তিনি ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন। তার ৪৮ বলে ১১টি চার ও দুই ছক্কায় অপরাজিত ৮১ রানের সুবাদে ৫ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় মুম্বাই। ৩২ বলে চারটি বাউন্ডারি আর দুই ছক্কায় ৪১ রান করে আউট হন রোহিত শর্মা।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com