দুঃখের জীবনের অবসান ঘটিয়ে একটু সুখ পাবার প্রত্যাশায় মোটা অঙ্কের টাকা দিয়ে কাজের জন্য সৌদি আরব এসে ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছে বাংলাদেশের ৫৬ শ্রমিক। ৫/৬ লাখ টাকা খরচ করে সৌদি আরব এসে কাজ তো দূরের কথা, এখন খাবার ও মাথা গোঁজারঠাঁই ও পাচ্ছেনা এই শ্রমিকরা। তাঁরা অভিযোগ করে, কাজ না পাওয়ার কারন জানতে চাইলে কোম্পানীর সঙ্গে এমন কোন চুক্তি হয়নি বলে কোম্পানী জানিয়ে দেয়। খাবার এবং কাজ দেওয়ার কথা বললে তাদের মারধর করে বাসা থেকে বের করে দেয় বলেও জানান তারা। বর্তমান অসহায় এই শ্রমিকরা অনাহারে মসজিদে এবং রাস্তায় দিন কাটাচ্ছে। তাদের পাসপোর্ট কেড়ে নেওয়ায় গ্রেফতার আতকে ভূগছেন। এ পরিস্থিতিতে মুক্ত হতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী এ প্রবাসীরা।
Development by: webnewsdesign.com