গতকাল একুশ তম সংসদ অধীবেশনে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধীবেশনের কার্যক্রম শুরু হয়। অধীবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত সরকার দলিয় সদস্য আ ফ ম বাহা উদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) প্রশ্নের লিখিত জবাবে জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সরকারী বিভিন্ন মন্ত্রনালয়ের অধীনে ২লাখ ৯০ হাজার ৩৪৮টি শূন্য পদ রযেছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রনালয়ে ৫৮ হাজার ৯৮৯ টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ে ৪১হাজার ৮৬৯টি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে ১২ হাজার ৮৩৭ টি পদ শূন্য এছাড়া কারিগরী মাদ্রাসা শিক্ষা বিভাগে ৪হাজার ২৮৩টি শূন্যপদ আছে। সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী স্বাস্থ্যসেবা বিভাগে ৩৪ হাজার ৯২৩টি, জননিরাপত্তা বিভাগে ২৮ হাজার ৩৫০টি, রেলওয়ে মন্ত্রনালয়ে, ১৫হাজার ৫২৫টি কৃষি মন্ত্রনালয়ে ১৩হাজার ১৫৫টি, এভাবে কম বেশী সব মন্ত্রনালয়েই শূন্য পদ আছে।
Development by: webnewsdesign.com