গাজীপুরের শ্রীপুরে “পহেলা মে” আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবয়ন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার এম সি বাজারে তেলিহাটী ইউনিয়ন শ্রমিকলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জুবায়ের আহমেদ শ্রীপুর আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি।
প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস,
এদেশের উন্নয়নের গহবরে লুকিয়ে আছে শ্রমিকদের ঘামের গন্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজীবর রহমান সবচেয়ে বেশী মূল্যায়ন করেছিলেন শ্রমজীবী মানুষদের। সেই ধারা অব্যাহত রাখতে “পহেলা মে” আন্তর্জাতিক শ্রমিক দিবসে এবারেও শ্রমিকদের দাবী পূরণের লক্ষ্যে সুশৃঙ্খল ভাবে পালিত হবে এই দিবসটি। আমাদের কর্মসূচী গুলো বাস্তবায়নের জন্য তৃণমূলের সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করার জন্য উদার্থ আহবান করছি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জালাল আহমেদ শ্রীপুর আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিক সরকার তেলিহাটি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পদক সহ মাঠ পার্যায়ের সকল নেতাকর্মীরা।
Development by: webnewsdesign.com