ব্রেকিং

x

শাকিব – মাহি-স্পর্শিয়ার ঈদের ছবি ‘নবাব এলএলবি’,

সোমবার, ১৬ মার্চ ২০২০ | ৯:০২ পূর্বাহ্ণ | 443 বার

শাকিব – মাহি-স্পর্শিয়ার ঈদের ছবি ‘নবাব এলএলবি’,
ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে-

আসছে রোজার ঈদকে সামনে রেখে চলছে নতুন সিনেমার প্রস্তুতি। ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন কিং খান। সিনেমার নাম ‘নবাব (এলএলবি)’।

শুধু তাই নয়, এই ছবিতে দুই নায়িকা নিয়ে হাজির হবেন এ নায়ক। ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে। ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। নতুন ছবি ‘নবাব এলএলবি’ নিয়ে শাকিব খান বলেন, আগের ‘নবাব’ যেমন ঈদের ছবি ছিল ‘নবাব এলএলবি’ ও ঈদের ছবি হবে। বড় আয়োজনের ছবি হবে এটি।



ঈদকে টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি।এদিকে শাকিব খানের আগের নবাবের রিমেক নয় বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, নায়ক প্রধান গল্পের ছবি ‘নবাব এলএলবি’। কোনো রিমেক নয়। আসন্ন রোজার ঈদ টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে । এর আগে শাকিব-মাহি ‘ভালোবাসা আজকাল’ নামে একটি ছবি করেছেন। ফের এ জুটির রসায়ন পেতে যাচ্ছে বড়পর্দার দর্শক।

স্পর্শিয়া বলেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এই ঈদে ভালো কিছু নিয়ে হাজির হতে পারি। তিনি বলেন, অনেকদিন ধরেই ছবিটির বিষয়ে কথা চলছিল। এমন না যে হুট করে হতে যাচ্ছে। ছবিটির গল্প খুবই স্ট্রং। আর আমার যে চরিত্রটা সেটা সত্যি মুগ্ধ হওয়ার মত।

সবকিছুই চূড়ান্ত হয়ে আছে আগে থেকেই। মাঝখানে আমি এক্সিডেন্ট করায় বেড রেস্টে আছি এখন, যার কারণে সাইনিংটা হয়নি এখনও। আজই হওয়ার কথা ছিল। কাল বা পরশুর মধ্যে হয়ে যাবে।

স্পর্শিয়া আরো জানান যে আগামী ২৮ মার্চ ঢাকাতেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। অনন্য মামুনের গল্পে ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন তিনি নিজেই। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ নামের একটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে ঘোষণা এসেছে। একই ঈদে মাহিয়া মাহির ‘মন দেবো মন নেবো’ নামের একটি ছবিও মুক্তির মিছিলে আছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ৩:৪৩ অপরাহ্ণ
  • ৫:২৩ অপরাহ্ণ
  • ৬:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com