ব্রেকিং

x

রাজধানীর গনপরিবহন চালকের বেপরোয়া প্রতিযোগিতাই যাত্রীদের মৃত্যুদূত।

বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮ | ২:৫৭ অপরাহ্ণ | 1452 বার

রাজধানীর গনপরিবহন চালকের বেপরোয়া প্রতিযোগিতাই যাত্রীদের মৃত্যুদূত।

রাজধানীতে চলাচল কারী গন পরিবহন গুলোর চালকের বেপরোয়া প্রতিযোগিতার কারনই এখন যাত্রীদের মৃত্যুদূত হয়ে দাঁড়িয়েছে। চালকের বেপরোয়া প্রতিযোগিতার জন্য প্রায়ই দুই গাড়ীর মাঝখানে পড়ে কেউ না কেউ মৃত্যু বরন করছে, আবার কখনো সাধারন মানুষের অঙ্গহানি হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স বিহীন অদক্ষ নেশাখোর গাড়ী চালক দিয়ে গন পরিবহন চালানোর জন্যই অহরহ এমন দূর্ঘটনা ঘটছে। কিন্তু এর কোন প্রতিকার নেই। এমনিভাবে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে দুই গাড়ীর প্রতিযোগীতার কারনে হাত হারিয়েছেন সরকারী তিতুমীর কলেজের ছাত্র রাজীব। রাজধানীর বিভিন্ন স্থানে যাতায়াতের মাধ্যমই এই গন পরিবহন। সিটিং সার্ভিস গুলোর ক্ষেত্রেও কোন নিয়ম নীতি নেই। সিটিং এর নামে বাড়তি ভাড়া নিয়ে , যত্রতত্র থামিয়ে যাত্রী উঠিয়ে দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে হেলপার, ড্রাইভারের দুরব্যবহারে হেয় প্রতিপন্ন হচ্ছে সাধারন যাত্রীরা। এহেন পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা খুবই জরুরী—- তাহলেই যাত্রীদের নিরাপদ ভ্রমনের পাশাপাশি জীবন ও অঙ্গহানি থেকে রক্ষা পাবে এবং নিরাপদ সড়কের পাশাপাশি নিরাপদ জীবন নিয়ে চলাচল করতে পারবে সকল ছাত্র, কর্মজীবি ও সাধারন মানুষ।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com