আব্দার গ্রামের গাজীপুর ইউনিয়নের সাত্তার মিয়া বাড়ীর ভাড়াটিয়া উজ্জ্বল মিয়া (৩২) নামে এক ব্যাক্তির আগুনে পুড়ানো পিন্টু মিয়ার চালা জমিতে মৃত দেহ পাওয়া যায়। পিন্টু মিয়ার জমিটি ময়মনসিংহ জেলার ভালুকা থানায় অবস্থিত। এলাকা বাসি পরিত্যক্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে থেকে ভালুকা থানার তদন্ত করে । ও,সি মোঃ আজাদ সাহেব লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উজ্জ্বল মিয়ার বাড়ী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
উজ্জ্বল মিয়ার বিগত ৫ বছর যাবত আব্দার গ্রামের সাত্তার মিয়ার বাড়িতে ভাড়া থাকে রাজ যোগালী কাজ করে দুই সন্তান স্ত্রী-সহ জীবন যাপন করতেন। গত ১৪/০৫/২০১৮ ইং আনুমানিক রাত ৮ টায় কে বা কারা ফোন করে পাওনা টাকা নেওয়া জন্য ডেকে নিয়ে যায়।
তারপর উজ্বল মিয়া ঐ রাতে বাড়ি ফিরেনি এবং পরদিন সকাল আনুমানিক বেলা ১১ টায় এসে জানায় উজ্জ্বল মিয়া মৃত দেহ পিন্টু মিয়ার চালা জমিতে আগুনে পুরানো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে । ঘটানাস্থলে সংবাদিক গন, উজ্জ্বল মিয়ার স্ত্রী কে জিজ্ঞাসা করলে উত্তর সাপেক্ষ তার স্ত্রী বলে “ কে বা কারা আমার স্বামী কে ফোন করে নিয়ে যায় নিয়ে যাওয়া পরে এই ঘটানা সম্পর্কে আমি আর কিছু জানতে পারিনি ।”
Development by: webnewsdesign.com