ব্রেকিং

x

ময়মনসিংহে মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীর লাশ

বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ | ১:১১ অপরাহ্ণ | 1070 বার

ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের ২নং ছাত্রা বাসের ৩৬নং বক্ষে থাকা রাজিব কুমার নামে নেপালী এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে ওই প্রতিষ্ঠান থেকে এম বি বি এস পাশ করে ইন্টার্নশিপ করছিলেন। পুলিশের ধারনা এটি আন্তহত্যা।



আজ বৃহস্পতিবার নেপাল থেকে রাজীবের বাবা ও ভাই এলে তাদের উপস্থিতিতে ময়না তদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা মির্জা মনজুরুল হক।

তার সঙ্গে আরও দুজন নেপালী থাকতো। গত কাল সকালে দুই সহাপাঠি হাসপাতালে ইন্টার্নশিপে কর্মরত ছিল।

বেলা ১টায় সহপাঠিরা এসে দরজা ধাক্কালে কোন সাড়া শব্দ না পেয়ে পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com