ব্রেকিং

x

ময়মনসিংহের ভালুকায় পানিতে পড়ে সিনথিয়া নামে এক মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ২২ মে ২০১৮ | ১০:৪৪ পূর্বাহ্ণ | 1387 বার

ময়মনসিংহের ভালুকায় পানিতে পড়ে সিনথিয়া নামে এক মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, সোমবার (২১ম) সকাল ১১টার দিকে উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের নুর ইসলামের শিশু কন্যা  সিনথিয়া (২) বাড়ীর র্পাশ্বে জমে থাকা পানির র্গতে পড়ে পড়ে যায়। অনেক  খোঁজাখুজি করে ওই র্গত থেকে উদ্ধার করে আহতাবস্থায় তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেে ও পরে  ময়মনসিংহ  মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে  যাওয়ার পথেই  শিশুটির মৃত্য হয় বলে জানান নিহতের  পরিবার।

শিশুর  মর্মান্তিক পরিবারে শেকের  ছায়া নমেে এসছে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com