মাদক সর্বনাশা সারা দেশে মাদকের স্বর্গ রাজ্য পরিনত হয়েছে। সুন্দর জীবনকে টেনে আনছে সর্বনাশা জীবনে। এই সর্বনাশা মাদককে দেশ থেকে নিমূল করতে চলমান অভীযান কে সফল করতে সরকার কঠোর হস্তে সর্বতœক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। রোববর সচিবালয়ে সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমি মনে করি আমরা সম্পূর্ন মাদক নির্মূল যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আইন শৃংঙ্খলা বাহিনী চলতি মাসে মাদক বিরোধী আইন অভীযান আরম্ভ হবর পর প্রতি রাতেই বহু মানুষ কথিত বন্দুক যুদ্ধে মারা যাচ্ছ্ ে১৯ শে মে থেকে ৯দিনে মৃত্যু হয়েছে ৭৯ জনের। মানবাধীকার কর্মীরা বন্দুক যুদ্ধ ও ক্রসফায়ারে হত্যাকে বিচার বহিঃর্ভূত হত্যা বলে দাবী করে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলছে তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগুচ্ছে। মাদকের সংগে যুক্ত কেউ ছাড় পাবে না। অভিযানের সময়ের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট কোন সময় সীমা নেই। যে পর্যন্ত আমরা মাদক নির্মূল করতে না পাবো সেই পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com