ব্রেকিং

x

বহুল আলোচিত পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান

সোমবার, ১৪ মে ২০১৮ | ৪:৩৬ অপরাহ্ণ | 1225 বার

বহুল আলোচিত পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান

গতকাল সকালে চতুর্থ স্প্যান বসানোর মধ্যে দিয়ে বহু আকাঙ্খিত পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হলো। পূর্বে তিনটি স্প্যান বসানোর কাজ শেষে ৪৫০ মিটার দৃশ্যমান হয়েছিল। স্থাপনের পূর্বে ৪র্থ স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া কনষ্ট্রাকশন ইর্য়াড থেকে শরিয়তপুরের জাজিরা প্রান্তে নিয়ে আসার পর গতকাল সকালে এটিকে ৪১ ও ৪২ নম্বর খুটিঁর কাছে নেওয়া হয়। স্প্যানটি সকাল পৌঁনে সাতটার দিকে খুঁটির উপর স্থাপন করা হয়।প্রকল্পের সহকারী প্রকৌশলী আহমেদ আহসান উল্লাহ জানান, রং এর কাজ শেষে পাঁচ নাম্বার স্প্যানটিও স্থাপন করা হবে।
এবং সম্পূর্ন কাজ শেষে এটিকে জাজিরা প্রান্তে ৪১ ও ৪২ নম্বর পিলারে বসানো হবে।
মোট ৪২ টি স্প্যান এর সংযোগের মাধ্যমে পদ্মা সেতু তৈরী হবে। প্রকৌশলীরা জানান, শক্তিশালী ভাসমান ক্রেন ও প্রযুক্তির সাহায্যে ৪র্থ স্প্যানটি এনে খুঁটিতে তোলার কাজ করা হয়। বর্তমানে কজের অগ্রগতি হয়েছে ৫২ দশমিক ৫ শতাংশ। সেতুর মূল প্রকল্পের কাজ শেষ হয়েছে ৫৮ শতাংশ।
সূত্রমতে জানা যায় পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতালা। পাথর ও ষ্টীল দিয়ে দিয়ে নির্মিত হচ্ছে সেতুর কাঠামো। সেতুর মোট পিলারে সংখ্যা হবে ৪২ টি ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে ৪২ টি খুঁটির উপর ৪২ টি স্প্যান বসানো হবে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com