ব্রেকিং

x

প্রধান মন্ত্রীর অটিজম আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহব্বান।

মঙ্গলবার, ০৩ এপ্রিল ২০১৮ | ২:৫৫ অপরাহ্ণ | 1252 বার

প্রধান মন্ত্রীর অটিজম আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহব্বান।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা অটিজম আক্রান্তদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সুযোগ করে দেবার কথা বলেন। তিনি বলেন, একজন সুস্থ মানুষ যা না পারে সেই সুপ্ত প্রতিভা তাদের মধ্যে রয়েছে। তারা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সমাজে একটা সুন্দর স্থান করে দেবার কখাও বলেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান মন্ত্রী আরও বলেন, অভিবাবক এবং শিক্ষকদের এমন একটা প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের আচার আচরন, কথা বলা এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে অটিজম আক্রান্তদের সুস্থ্য করে তুলতে ভূমিকা রাখতে পারে। তাদের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাজ কল্যান মন্ত্রনালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোঃ নাসিম,সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ ও সমাজ কল্যান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সমাজ কল্যান সচিব জিল্লুর রহমান স্বাগত বক্তব্য দেন। অটিজম আক্রান্তদের পক্ষে নবম শ্রেনীর ছাত্রী ইসাবা হাফিজ সুস্মী বক্তৃতা করে অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বীকৃতি স্বরুপ তিন জন অটিজম আক্রান্তকে এবং অটিজম সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। প্রধান মন্ত্রী বলেন, সায়মা ”ইউনেস্কোর” একটি আন্তর্জাতিক জুরিবোর্ডে সভাপতি এবং জাতি সংঘের মানসিক স্বাস্থ্য প্যানেলের একজন সদস্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংদেশের ভাবমুর্তি উজ্জল করে চলেছে। ঢাকার মিরপুরে জাতীয় প্রতিব›ধী কমপ্লেক্সে ১০০কোটি টাকা ব্যয়ে ১৫তলা বিশিষ্ট স্বয়ং সম্পূর্ন প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মানের কাজ শেষের দিকে। সাভারে ১২ একর জমিতে প্রায় ২৭ ৮কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্সে গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধান মন্ত্রী বলেন জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে ৪ দশমিক ১৬একর জমি প্রতিবন্ধী ছেলে মেয়েদের খেলাধূলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান মন্ত্রী পরে অটিজম আক্রান্তদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com