নড়াইল-লোহাগড়া সড়কের মালিবাগ মোড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী সজিব শেখ (৩০) নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) রাত ২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দু’টি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সজিব সদর উপজেলার দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ শেখের ছেলে। সজিবের নামে মাদকের একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক ব্যাবসায়ী নড়াইলের মালিবাগ মোড়ে অবস্থান করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণ চালায় তারা। পুলিশও পাল্টা আক্রমণ চালায়। একপর্যায়ে ঘটনাস্থলে এক মাদক ব্যাবসায়ী লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
Development by: webnewsdesign.com