ব্রেকিং

x

নাকের এ্যালার্জি রোধে যা করতে হবে

শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৫:০৯ অপরাহ্ণ | 1468 বার

নাকের এ্যালার্জি রোধে যা করতে হবে

হাঁপানী রোগীদের মধ্যে শতকরা ৫৬-৭৪ জনের নাকে এ্যালার্জি থাকে। বায়ু মন্ডলের দূষন ধুলাবালি, ও সিগারেটের ধোঁয়া এ্যালার্জি ছাড়াও নাকে উত্তেজনা হতে পারে। কিছু এ্যালার্জি আছে বারো মাস থাকে। আবার কোন কোন এ্যালার্জি বছরের নির্দিষ্ট সময়ে দেখা দেয়।
এ্যালার্জি রোধে করনীয়ঃ ধূলাবালি, ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। বাড়ীর পুরানো কার্পেট, বই কাপড় ,ও ফোমের সোফা সরিয়ে ফেলতে হবে। ফুলের রেনু থেকে দূরে থাকতে হবে। চিকিৎসকের পারামর্শ অনুযায়ী সৌরয়েড স্প্রে ব্যাবহার করতে হবে।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com