ইসলাম ধর্মের মূল পাচঁটি স্তম্ভের মধ্যে হজ একটি ফরজ ইবাদত।সামর্থবান ব্যাক্তিদের জন্য হজ পালন করা ফরজ। সামর্থ থাকার সত্বেও প্রতিটি মুসলমানের হজ না করা গোনাগের সামিল। এটি এমন একটি ,ইবাদত যা বিশ্ব মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব বোধকে শক্তিশালী করে। প্রতি বছর হজের সময় সারা বিশ্ব থেকে আসা মুসলমানরা সমবেত হন আরাফাতের ময়দানে, আল কোরআনে ঘোষনা করা হয়েছে, আল্লাহ মানুষের জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ করেছেন, যে সেখানে যাওয়ার সার্মথ্য রাখে গরীব মানুষদের জন্য এটা বাধ্য করা হয়নি। মহানবী (স:) এর হাদিসের বর্ননায় বিষয়টি স্পষ্ট হবে যে, তিনি বলেছেন বায়তুল্লা পর্যন্ত পৌঁছে হজ করার জন্য প্রয়োজনীয় খরচাদী যার আছে, সে যদি হজ আদায় না করে তবে সে ইহুদী বা খ্রিষ্টান হয়ে মরে মরুক তাতে আল্লাহর কিছু যায় আসেনা। কেননা আল্লাহ ঘোষনা দিয়েছেন, আল্লাহ মানুষের জন্য বায়তুল্লাহর হজ ফরজ করেছেন। যদি সে সেখানে যাওয়ার সামর্থ রাখে।
Development by: webnewsdesign.com