ব্রেকিং

x

দেশে করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল

রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ | ৯:৪৯ অপরাহ্ণ | 127 বার

দেশে করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল
করোনায় মৃত্যু ফাইল ছবি

করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা) আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৮ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু আগের দিনের সমান হলেও রোগী শনাক্ত বেড়েছে। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১৭৬ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ, এর মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একজন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে, বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩। তাঁদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ২২৬ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।

এদিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ ধরন আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক হতে পারে। তা ছাড়া এখন পর্যন্ত উদ্ভাবিত করোনার টিকাগুলো করোনার এ ধরন মোকাবিলায় কার্যকর না-ও হতে পারে। এ পরিস্থিতিতে আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com