রাজধানীতে পথচারীদের হাঁটার বা যাতায়াতের সুবির্ধাথে তৈরী করা হয় ফুটপাত। যাতে সাধারন যাত্রীরা একটু সাচ্ছন্দ্য ও নিরাপদে যাতায়াত করতে পারে। কিন্তু যাত্রীদের সে সৌভাগ্য হয়না। ফুটপাতের চিত্র দেখলে মনে হয়, এ ফুটপাত গুলো নির্মিত হয়েছে যাত্রীদের জন্য নয়,হকারদের ব্যবস্যা করার জন্য। আর মাঝে মধ্যে সেই সুযোগে মটর সাইকেল আরোহীরাও মটর সাইকেল চালিয়ে দেন ফুটপাতের উপরে। সাধারন যাত্রীদের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। হকার বা মটর সাইকেল আরোহীদের কিছু বলার উপায় নেই, বললেই স্বদল বলে চড়াও হয় যাত্রীদের উপর। গত বৃহস্পতিবার তেজগাঁও নাবিস্কো এলাকায় দেখা গেল এরুপ একটি দৃশ্য। এটি মটর সাইকেল প্রর্দশনীর র্যাম্প নয়। এটি একটি ফুটপাত। যাত্রীদের হাঁটার স্থান । প্রায়ই দেখা যায় এভাবে মটর সাইকেল চালকদের দৌরাত্ব। অত্যন্ত দুঃখ জনক হলেও সত্য,এসব চাক্ষুস ঘটনার পরও প্রসাশন নির্বিকার, কোন প্রতিকার নেই। মানুষের নিরাপদ ,জীবন নিয়ে চলাচলের জন্য কঠোর হস্তে প্রসাশনিক ভাবে এ সকল অনিয়ম কর্মকান্ড দুর করে জন চলাচলে স্বস্তি আনয়নে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা উচিত।
Development by: webnewsdesign.com