ব্রেকিং

x

ছাত্র আন্দোলনে উস্কানীদাতারা চিহিৃতঃ আই জি পি

শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ১:০৮ অপরাহ্ণ | 1307 বার

ছাত্র আন্দোলনে উস্কানীদাতারা চিহিৃতঃ আই জি পি

পুলিশের মহাপরিদর্শক (আই জি পি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহিৃত করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

বাকি যারা জড়িত ও ইন্ধনদাতা আছে তাদের শিগগির আটক করা হবে। গতকাল দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি নারী পুলিশ ব্যারাক, নতুন পুলিশ ফাঁড়ি ভবন ও পুলিশ লাইনস জামে মসজিদ উদ্বোধন করেন।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com