সারা বিশ্ব, বিশ্বকাপের প্রচন্ড প্রবাহের মধ্যেও বিশ্বব্যাপী থাইল্যান্ডের গুহায় আটকে পড়া শিশুদের নিয়ে হৈ চৈ পড়ে গিয়েছিলো। গুহায় আটকে থাকা ১২ ক্ষুদে ফুটবলার এবং কোচের ঘটনায় বিশ্বকাপ ফুটবলেও হতাশার সৃষ্টি হয়েছিলো। ফুটবল খেলতে আসা অনেক ফুটবলারেরই নজর ছিলো ,এই শিশুদের উদ্ধার কাজের প্রতি। মঙ্গলবার সেই উদ্ধার কাজ সফল হওয়ার পর ফুটবল এরিনা থেকে আসতে থাকে একের পর এক অভিনন্দন। ফিফা থেকে চিঠি পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ক্ষুদে ফুটবলারদের পরিবারের পাশে দড়ানোর জন্য ফিফা প্রেসিডেন্ট ড্যিয়ারী ইনফস্তিনো তাঁদের ফাইনাল খেলা দেখার জন্য আমন্ত্রন জানিয়েছেন। অবশ্য যদি তাঁরা সুস্থ্য থাকে।
Development by: webnewsdesign.com