রাজধানীর গনপরিবহন নিয়ে অভিযোগের শেষ নেই। কেউ বলেন সিট ভাঙ্গা , কেউ বলেন ফ্যান নেই। কেউ কেউ আবার বেশী ভাড়া আদায়ের কথাও বলেন। কিন্তু গত কয়েক বছরে গনপরিবহনে মোবাইলে গেইমসে ভিডিও গেইম খেলা যাত্রীদের ভোগান্তীর কথা কেউ বলেন না।
পাশের যাত্রীদের পেটে গুঁতো মারতে মারতে মোবাইলে গেইম খেলা এই যাত্রীদের জন্য বাসে নেই কোন সুব্যাবস্থা ছেলে-বুড়ো নানা বয়সী যাত্রীদের এই ভোগান্তী কবে শেষ হবে তা কেউ জানে না।
Development by: webnewsdesign.com