উদ্বেগ উৎকন্ঠার পরিসমাপ্তি ঘটাতে আগামীকাল রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের ভোট গ্রহন হতে চলেছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাশাপাশি তিন সিটির ভোট গ্রহনে উৎকন্ঠা ও রয়েছে। নির্বাচন কমিশনের ভাষ্যমতে যদিও অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিন সিটিতেই শান্তি পূর্ন ভোট প্রদান বজায় রাখতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহনীর কঠোর নজরদারী। তিন সিটিতে আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিন সিটির সকল কেন্দ্রে ব্যালট পেপার ও প্রামান্য প্রয়োজনীয় জিনিষপত্র পাঠাবে রিটার্নিং অর্কিসাররা।
Development by: webnewsdesign.com