বাংলাদেশ ফিল্ম ডেভোলপমেন্ট কর্পোরেশন মানুষের চিত্ত বিনোদনের জন্য ছবি নির্মানের এক অলবদ্য প্রতিষ্ঠান। জন নন্দিত শিল্পী আনোয়ারা বর্তমান দীর্ঘ দিন পর বদিউল আলম খোকন পরিচালিত “অন্ধকার জগত” ছবিতে কাজ করছেন মায়ের চরিত্রে। এতে তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডি. এ .তায়েব এবং প্রেমিকার চরিত্রে অভীনয় করছেন মাহি। কিং বদন্তী অভীনেত্রী আনোয়ারা ভারাক্রান্ত হৃদয়ে বলেন, এক সময় ছবি নির্মানে এই ফিল্ম পাতায় ছবির সুটিং আর দর্শকদের ভিড়ে ঠাঁই হতো না দিন রাত সরগরম থাকতো আর সেই ফিল্ম নির্মান প্রতিষ্ঠান এফ.ডি.সি আজ মৃত জনশূন্য। এখানে আসলে পূবেৃর স্মৃতি মনে পড়ে বুক ফেটে কান্না আসে। তাই চলচিত্র সংশ্লিষ্টদের অনুরোধ করবো আপনারা শিল্পটিকে ভালবেসে আবার এফডিসিকে কর্মমূখর করে তুলুন।
Development by: webnewsdesign.com