ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী রোনাল দিন হো, প্রায় দুই বছর ধরে দুজন প্রেমিকার সঙ্গে একই ঘরে বসবাস করছেন। বিশ্ব কাপ শেষ হলেই এবার দুই বান্ধবী প্রিসিলা ও বিয়াত্রিসের সংগে বাঁধন টাকে রূপ দিচ্ছেন রোনালদিন হো বিয়ের সম্পর্কে। একই দিনে একই আসরে দুই নারীকে বিয়ে করছেন ফুটবল জাদুকর রোনালদিন হো। ভাইয়ের এই বহু গামিতায় বিরক্ত রোনালদিন হোর বোন ডেইজি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভাইয়ের বিয়েতে তিনি যাবেন না।
Development by: webnewsdesign.com