ব্রেকিং

x

উৎক্ষেপন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ৪ ঠা মে:

বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ | ৪:৩০ অপরাহ্ণ | 1066 বার

উৎক্ষেপন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ৪ ঠা মে:

আগামী ৪ঠা মে স্পর্শ করবে স্বপ্নের মহাকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা হচ্ছে।” স্পেস এক্স” নামের আমেরিকান প্রতিষ্ঠান উৎক্ষেপনের দিনক্ষন চুড়ান্ত করেছে। বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান ড: শাহজাহান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য ৪ ঠা মে দিন ঠিক করেছে স্পেস এক্স। সূত্র জানা যায়, যুক্তরাষ্ট্রে বেসরকারী মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানী স্পেস এক্সের ফ্যালকন – ৯ রকেটের মাধ্যমে গত ১৬ ই ডিসেম্বর ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের প্রস্তুতি চলছিল। কিন্তু ঘূর্নিঝড় ,হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষতি হওয়ায় এই লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইট উৎক্ষেপন বন্ধ থাকে। ফলে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপন পিছিয়ে যায়। এবং বাংলাদেশ সূচীর জটে পড়ে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের অর্থায়নের জন্য হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের সঙ্গে গত বছর প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ চুক্তি হয়। সরকার আশা করছে এ উপহার উৎক্ষেপনের পর বিদেশী স্যাটেলাইটের ভাড়া বাবদ ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০ টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০ টি বাংলাদেশ ব্যাবহারের জন্য রাখা হবে। বাকীগুলো বিদেশে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com