গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.শহিদুল ইসলাম মোল্লা এপ্রিল ২০১৮ইং এর চাঞ্চল্যকররোড ডাকাতি অপরাধ প্রতিরোধে অনন্য ভূমিকা পালন করায় “ঢাকা রেঞ্জ” এর পক্ষ থেকে পুরষ্কারপেয়েছেন। “২৪ মে” (বৃহষ্পতিবার) ” ঢাকা রেঞ্জের ডি আই জি অফিসের সভাকক্ষে বিভিন্ন জেলা থেকে আগত চৌকস পুলিশ অফিসারদের এপ্রিল ২০১৮’র সেরা পুরষ্কার প্রদান করা হয়। এসময় শ্রীপুরের এস আই শহীদুলইসলাম মোল্লা কে ঢাকা রেঞ্জের সেরা পুরষ্কার তুলে দেন ঢাকা রেঞ্জএর ডি আই জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনএবং গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আইজি আবুল কালাম আজাদ এবং আনোয়ার হোসেনসহ ঢাকা রেঞ্জের সমস্ত পুলিশ সুপারগণ..
Development by: webnewsdesign.com