বি এ পি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার দন্ডিত মামলার আপীল শুনানিতে তার কোন আইনজীবী উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে হাই কোর্ট।
৮ ই আগষ্ট পরবর্তী শুনানি নিধৃারন করে দেওয়া আদেশে হাই কোর্ট বলেছে।
এ মামলায় ২৫ জন আইনজীবী ওকালত নামা জমা দিয়েছেন, তবে শুনানিতে এক জন ও নেই।
আদালত বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নিয়েছে।
গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর সহমানের সমন্নয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
Development by: webnewsdesign.com