রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্রি হচ্ছে BSTI অনুমোদন ছাড়া ভেজাল পণ্য সামগ্রী। কোভিড-১৯ থেকে রক্ষাকারী এসব পণ্য মানুষ যাচাই না করেই কিনে ব্যবহার করছেন।এসব সুরক্ষা পণ্য নিরাপত্তার বদলে জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।জানা গেছে,পিপিই,মাস্ক,অক্সি মিটার, পোর্টেবল ভেন্টিলেটর,স্যানিটাইজার,হ্যান্ড গ্লোভস বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল ও মানহীন পন্য যেখানে-সেখানে বিক্রি হচ্ছে। পণ্যের দাম ও অনেক বেশী। কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য পণ্য গুলো মানুষের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।ভ্রাম্যমান আদালত অভিযান করলে উক্ত পণ্য গুলো বাজারজাত করণ বন্দ হবে এবং সুস্থভাবে মানুষ জীবন যাপন করতে পারবে।
Development by: webnewsdesign.com