ব্রেকিং

x

ট্রেনের বগি কিনতে চীন-বাংলাদেশের চুক্তি সই

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | ৯:৩৪ অপরাহ্ণ | 173 বার

ট্রেনের বগি কিনতে চীন-বাংলাদেশের চুক্তি সই
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

চীনের কাছ থেকে মালবাহী ট্রেনের ওয়াগন (বগি) কেনার চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। ৩১৮ কোটি ৬৩ লাখ ৩৯ হাজার টাকায় ৫৮০টি মিটার গেজ ওয়াগন সংগ্রহের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, এসব ওয়াগন আগামী ১৮ থেকে ৩০ মাসের মধ্যে সরবরাহ করা হবে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রেল ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার সিআরআরসি কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ডাই জিয়েন।



অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সামর্থ্য বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রেলকে ঢেলে সাজানো হচ্ছে। রেলকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।

রেলের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সারাদেশের রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। সেই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে । ভারতের সঙ্গে ৮টি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে বর্তমানে পাঁচটি চালু করা হয়েছে আরও তিনটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া খুলনার সঙ্গে মংলা পোর্টে যোগাযোগ স্থাপিত হচ্ছে। আগামী বছর ডিসেম্বরে কক্সবাজার রেললাইন চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। পর্যায়ক্রমে সকল মিটারগেজকে ব্রডগেজ এ রূপান্তর করা হবে। যমুনা নদীর উপর আলাদা সেতু নির্মাণ করা হচ্ছে।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com