ব্রেকিং

x

কলকাতা নাইট রাইডার্স খারাপ খেললেই শাহরুখ রাগারাগি করেন জুহির উপর

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ৮:৫৩ অপরাহ্ণ | 412 বার

কলকাতা নাইট রাইডার্স খারাপ খেললেই শাহরুখ রাগারাগি করেন জুহির উপর
শাহরুখ খান ও জুহি চাওলা।

শাহরুখ খান ও জুহি চাওলার বন্ধুত্বের খবর সবারই জানা। একসঙ্গে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন বড়পর্দার এই জুটি। তবে রিল লাইফের বাইরে রিয়েল লাইফে বিজনেস পার্টনারও। আইপিএলে টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক তারা। মজার বিষয় হচ্ছে, নাইট রাইডার্স খারাপ খেললেই শাহরুখ রাগারাগি করেন জুহির উপর!

সম্প্রতি কপিল শর্মার শো-তে এসে জুহি নিজের মুখেই ফাঁস করেছিলেন ম্যাচের সময় শাহরুখের মেজাজ কেমন থাকে সেই কথা। তিনি বলেন, দল হারলে বা খারাপ খেললে প্রথম বকা খেতে হয় তাকেই। গ্যালারিতে বসেই শাহরুখ ধমক দিতে থাকেন তাকে।



জুহি কপিলকে জানান, খেলা খারাপ হলেই আমি তো প্রার্থনা শুরু করে দেই। মন্ত্র জপ করি, পারলে সব ঠাকুরের পায়ে পড়ি আর কি! আবার দেখা যায় দলের মিটিংয়ে আমি যা ভেবে যাই, তার কিছুই মাথায় তাকে না। জুহির কথায়, ওখানে কী হয়? শাহরুখ বলতে শুরু করে এখানের ওখানের কথা বলতে। এই ম্যাচের কথা বলে। ওখানের নানা মজার কথা বলে। আর সবশেষে বলে, ‘ভালো করে খেলবে হ্যাঁ’।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com