ব্রেকিং

x

১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড দিবে ইসি

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | ১০:১৪ অপরাহ্ণ | 435 বার

১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড দিবে ইসি

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এদিন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারদের হাতেও স্মার্টকার্ড দিতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

স্মার্টকার্ড দেয়ার জন্য সংশ্লিষ্টদের তথ্য চেয়ে সকল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ইসির পরিচালক (সাধারণ সেবা, হিসাব ও বাজেট) খোরশেদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। যার অনুলিপি সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ মহাপুলিশ পরিদর্শক (রেঞ্জ), জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তথ্য দিতে সকল ওসির কাছে পাঠানো হয়েছে।



চিঠিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধারা পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পেলেও কেউ কেউ স্মার্টকার্ড পাননি বা সংগ্রহ করেননি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান সূচির একটি অংশে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা এখনো স্মার্টকার্ড পাননি, তাদের স্মার্টকার্ড দেয়ার একটি কর্মসূচি রাখলে তারা যেমন সম্মানিত ও উপকৃত হবেন, তেমনি অনুষ্ঠানের আকর্ষণ ও গুরুত্বও বাড়বে।

এ কর্মসূচি সফল করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো স্মার্টকার্ড পাননি, তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও নাম সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনে স্ব স্ব অধিক্ষেত্রের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহযোগিতায় সংগ্রহ করে ইসি সচিবালয়ে পাঠালে বিজয় দিবসে তাদের হাতে স্মার্টকার্ড দেয়া সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, অফিসার ইনচার্জদের মধ্যে যারা স্মার্টকার্ড পাননি, তাদেরকেও স্মার্টকার্ড দেয়া হবে। এদের তথ্যও প্রয়োজন।

বিজয় দিবসে স্মার্টকার্ড দেয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা এবং এ সকল কর্মকর্তাদের তথ্য জরুরি ভিত্তিতে আগামী ২ ডিসেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশনা দেয়া হয়।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com