ব্রেকিং

x

মাতৃভাষার মর্যাদা রক্ষা আমাদের ইমানি দায়িত্ব

শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | ১:২২ অপরাহ্ণ | 135 বার

প্রতিটি মানুষকে আল্লাহ অসংখ্য নিয়ামত করেছেন। ভাষা এর মধ্যে অন্যতম। এ প্রসঙ্গে কোরাআনে আল্লাহ ইশরাদ করেছেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্নের ভিন্নতার মধ্যে রয়েছে বিশ্ববাসীর জন্য নিদর্শন’। (সুরা রুম আয়াত ২২)। এ জন্য ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। স্বয়ং আল্লাহ আমাদের মাতৃভাষার গুরুত্ব দিয়ে হজরত আদম (আ.) থেকে শেষ নবী (সা.) পর্যন্ত সবকটি আসমানি কিতাব নবীদের মাতৃভাষায় অবতীর্ণ করেছেন। যাতে প্রত্যেক নবী-রসুল তাঁদের নিজস্ব ভাষায় আল্ল্হর আহŸান মানুষের কাছে পৌছে দিতে পারেন। ধর্মের দাওয়াত সহজ ও সাবলীলভাবে সবার দোরগোড়ায় পৌছাতে পারেন। এ প্রসঙ্গে কোরাআনে আল্লাহ ইশরাদ করেছেন, ‘আমি সব পয়গম্বরকেই ( নবী-রসুরকে) তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি যাতে তাদের পরিষ্কার বোঝাতে পারে। এরপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনিই পরাক্রান্ত, প্রজ্ঞাময়।’ (সুরা ইবরাহিম আয়াত ৪)।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com