ব্রেকিং

x

বিড়ালের চরিত্রে সুইফট

মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৩:৩৮ অপরাহ্ণ | 1253 বার

বিড়ালের চরিত্রে সুইফট

টেলর সুইফটের বিড়াল পছন্দ। দু-দুটি পোষা বিড়াল আছে তাঁর। একটির নাম অলিভিয়া বেনসন, অন্যটির মেরিডিথ গ্রে। এবার বিড়ালকে ঘিরে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এমনকি একটি বিড়ালের চরিত্রেই দেখা যেতে পারে তাঁকে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন টেলর সুইফট। দুটি সিনেমায় অভিনয়ও করেছেন। তবে সেই চরিত্রগুলো ছিল ছোট। এবার বেশ গুরুত্বপূর্ণ ও বড় চরিত্রে দেখা যাবে তাঁকে। ইংল্যান্ডের ওয়েস্ট অ্যান্ড থিয়েটার এবং আমেরিকার ব্রডওয়ের বিখ্যাত মঞ্চ মিউজিক্যাল ক্যাটস আসছে বড় পর্দায়। সেখানেই দেখা যাবে টেলর সুইফটকে। এটি টি এস এলিয়টের একগুচ্ছ কবিতা অবলম্বনে তৈরি। এ বছরের নভেম্বর মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com