ব্রেকিং

x

বাংলাদেশে করোনা ছড়ানোর আশঙ্কা অনেক বেশি : মীরজাদী সেব্রিনা ফ্লোরা

রবিবার, ০৮ মার্চ ২০২০ | ৯:০৫ পূর্বাহ্ণ | 360 বার

বাংলাদেশে করোনা ছড়ানোর আশঙ্কা অনেক বেশি  :  মীরজাদী সেব্রিনা ফ্লোরা
আইইডিসিআর

বিশ্বের অন্তত ৯৭টি দেশে ছড়িয়েছে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস। যে কোনো সময় বাংলাদেশেও এ ভাইরাস সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।



মীরজাদী জানান, দেশে একশ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com