ব্রেকিং

x

প্রাথমিকের সব বিদ্যালয়কে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৩:১৫ অপরাহ্ণ | 392 বার

প্রাথমিকের সব বিদ্যালয়কে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার এবং বঙ্গবন্ধু বুক কর্নার স্থাপন করা হবে।



শনিবার (২২ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের চিলমারী উপজেলার মুদাফৎ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এই তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

রিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর বাংলা পঠন দক্ষতা শতভাগে উন্নীত করা হবে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com