ব্রেকিং

x

করোনায় আক্রান্ত দুই জন বাংলাদেশী সুস্থ হয়ে উঠেছেন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | ৮:৩৪ পূর্বাহ্ণ | 292 বার

করোনায় আক্রান্ত দুই জন বাংলাদেশী সুস্থ হয়ে উঠেছেন
ফাইল ছবি

দেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন। তৃতীয়জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ বুধবার আইইডিসিআরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।



মীরজাদী সাব্রিনা বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত তিনজনের মধ্যে দুইজন পুরোপুরি সুস্থতা লাভ করেছেন। মঙ্গলবার তাদের একবার পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়া যায়।’

তিনি বলেন, ‘৭২ ঘণ্টার পর তাদের আরও একবার পরীক্ষা করা হবে। সেক্ষেতেও নেগেটিভ ফলাফল আসলে তারা করোনাভাইরাস মুক্ত বলে ঘোষিত হবে। তবে অবশ্যই তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাবলী মেনে চলতে হবে।’

আক্রান্ত অপর ব্যক্তির অবস্থাও ‘ভালো’ উল্লেখ করে মীরজাদী সাব্রিনা বলেন, ‘কিন্তু তার পরীক্ষায় এখনও পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তবে তিনিও খুব দ্রুত সেরে উঠবে বলে আমরা আশা করছি।’

দেশের করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে দাবি করে ডা. মীরজাদী সাব্রিনা বলেন, এখনই স্কুল, কলেজ বা কমিউনিটি সেন্টারগুলো বন্ধ করে দেয়ার প্রয়োজন নেই। কিন্তু পূর্ব সতর্কতা হিসেবে আমরা জনসমাগম এড়িয়ে চলতে বলছি।’

গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ সময়ের মধ্যে আইইডিসিআর মোট ৩ হাজার ২২৫টি ফোনকল পেয়েছে, যার মধ্যে ৩ হাজার ১৪৫টি ছিল করোনা সংক্রান্ত। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে।

ব্রিফিংয়ে জানানো হয়, এখন মোট আটজন আইসোলেশনে আছেন। আর কোয়ারেন্টাইনে আছেন চারজন।

এর আগে গত রোববার দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছিল আইইডিসিআর।

প্রসঙ্গত, চীন থেকে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটাররের তথ্যানুসারে, এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ হাজার ৫৬৯ জন পুরোপুরি সুস্থ হয়েছেন এবং ৪৮ হাজার ৩৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com