ব্রেকিং

x

এমপিও ভুক্ত হলো ছাতকের ১৯ শিক্ষা প্রতিষ্ঠান

বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ | ৮:৪৫ অপরাহ্ণ | 593 বার

এমপিও ভুক্ত হলো ছাতকের ১৯ শিক্ষা প্রতিষ্ঠান

সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।

এর মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলায় এমপিও ভুক্ত হয়েছে ১১টি বিদ্যালয় ও ৮টি মাদ্রাসা।



এগুলো হলো শাহজালাল উচ্চ বিদ্যালয় রামপুর, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়, হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, এলপি উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, সিবিপি উচ্চ বিদ্যালয়, পালপুর উচ্চ বিদ্যালয়, হাজি আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়, কুর্শি সালেহা উচ্চ বিদ্যালয়, মাদ্রাসাগুলো হলো, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা, বন্দরগাওঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহ সুফি মোজাম্মেল আলী (রহঃ) দাখিল মাদ্রাসা, দীঘলি রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা, কালারুকা লতিফিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, জামেয়া-ই ইসলামিয়া বনগাওঁ দাখিল মাদ্রাসা, রাধানগর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, গাবুরগাওঁ দারুল কোরআন দাখিল মাদ্রাসা।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী নওফেল, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com