ব্রেকিং

x

৯৯৯ কল করে সরাসরি সুবিধা পেয়েছে ৫০ লাখ মানুষ

রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ | ৯:৫৩ অপরাহ্ণ | 601 বার

৯৯৯ কল করে সরাসরি সুবিধা পেয়েছে ৫০ লাখ মানুষ

আপনারা যে কোনো সেবা পেতে ৯৯৯ কল করবেন। পুলিশ সপ্তাহ জুড়ে ২৪ ঘণ্টা আপনাদের সেবা দিতে প্রস্তুত। গত দুই বছরে ২ কোটির বেশি মানুষ বিভিন্ন সেবা পেতে জাতীয় জরুরি সেবা কল সেন্টার ৯৯৯ কল করেছে। এতে ৫০ লাখ বেশি সেবা প্রার্থীরা সরাসরি এ সেবা পেয়েছে।

রোববার (১৭ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরে পুলিশ মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের একটি শাখা উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।



আইজিপি বলেন, কোনো প্রকার খবর ছাড়াই যে কোনো ফোন অপারেটর থেকে কল (৯৯৯) সেন্টারে কল করে জরুরি সেবা পাওয়া যাবে। পুলিশের পক্ষ থেকে দক্ষ কর্মী দ্বারা ২৪ ঘণ্টা এ সেবা প্রদান করা হয়ে থাকে।

তিনি বলেন, কোনো কিছু সন্দেহজনক, জঙ্গি সংশ্লিটতা, মাদক ব্যবসা, মাদক ব্যবহারকারীসহ যে কেনো অপরাধমূলক কর্মকাকণ্ডের তথ্য ৯৯৯ এ কল করে জানাতে সবাইকে আহবান জানান। এতে অতি দ্রুত, সহজেই পুলিশ ব্যবস্থা নিতে পারবে।

আইজিপি জানান, পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক গঠিত হলেও সাধারণ জনগণও এ ব্যাংকের যাবতীয় সুবিধা পাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের এডিশনাল আইজি (প্রশাসন ও অপারেশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জর ডিআইজি হাবিবুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার,শ্রীপুর মডেল থানার ওসি লিয়াকত আলী প্রমুখ।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com