ফরহাদ হোসেন ফখরুলঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় দেওয়াকে কেন্দ্র করে বাংলার জনমনে রয়েছে উদ্বেগ-উৎকন্ঠা-শঙ্কা।যার কারনে ঢাকার জনগন বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় চলাফেরা করছেন না বললেই চলে।
আজ বৃহস্পতিবার কিছুটা ভয় নিয়ে কর্মক্ষেত্রের ময়দানে বেরিয়েছে রাজধানীবাসী।
রাজধানীর ব্যস্ততম রাস্তাগুলোতে কমে গেছে গাড়ি চলাচল। বিকল্প অটো সার্ভিস, শিকড় পরিবহন, বিআরটিসি, বিহঙ্গ, দিশারীসহ অধিকাংশ বাসে হাতেগোনা যাত্রী দেখা গেছে।
শনি আখড়া হতে যাত্রাবাড়ি এবং ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান এলাকায় দেখা যায়, মোড়ে পুুলিশের টহল ও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার রায়ের পক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল দেয়।
এদিকে গুলিস্থান আওয়ামী লীগ পার্টি অফিসে সামনে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভীঁড় দেখা গেছে।
নাম না বলতে ইচ্ছুক এক গাড়ি চালক বলেন, ‘‘দেশে এ রকম অবস্থা হলে আমরা কিভাবে আমাদের সংসার চালাবো।আমাগো ত আয় রুজি করতে হয়। কি আর করা আমরা ত সাধারন পাবলিক, আমাগো খালি দেখতেই হইবো”।
শেষ খবর লেখা পর্য ন্ত জানা যায়, বেগম খালেদার জিয়ার গাড়ি বকসী বাজার আদালতে পৌছে গেছে। অপর দিকে, কাকরাই এলাকায় বেগম জিয়ার গাড়ি ক্রসের সময় বি, এন, পি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা হয়েছে বলে যানা যায়।
Development by: webnewsdesign.com