ব্রেকিং

x

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে গাজীপুর সদর প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধাঞ্জলী

মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | ৬:২৮ অপরাহ্ণ | 1198 বার

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে গাজীপুর সদর  প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধাঞ্জলী

১৯৭১সালে মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদের রক্ত ও ২লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা । স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশ । মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গভীর শ্রদ্ধায় দিবসের প্রথম প্রহরেই সকাল ৭ টায় গাজীপুর জেলার শহীদ স্মৃতি স্তম্ভে গাজীপুর সদর প্রেসক্লা‌বের সদস্যবৃন্দ গভীর শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তব অর্পণ ক‌রেন । দুপুরে মুক্তিযুদ্ধে নি‌হত ও শহীদ‌দের রুহের মাগ‌ফেরাত কামনা ক‌রে প্রেসক্লা‌বে মিলাদ ও গরীব অসহায়‌দের মা‌ঝে গণভোজ‌ের আয়োজন করা হয় । এ সময় উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর সদর প্রেসক্লা‌বের সভাপ‌তি মোঃআবু বক্কর সি‌দ্দিক, গাজীপুর জেলা প্র‌তি‌নি‌ধি এশিয়ান টি‌ভি ,সাধারণ সম্পাদক মোঃ না‌জিম উদ্দিন মাস্টার, সহ- সভাপ‌তি শারমীন সুলতানা মিতু, ঢাকা বিভাগীয় ব্যু‌রো চীফ দৈ‌নিক বিজয় ও দৈ‌নিক দূর্জয় বাংলা, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ এনামুল হক গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার দৈ‌নিক আমার প্রা‌ণের বাংলা‌দেশ , সহ -দপ্তর সম্পাদক মোঃ রমজান হো‌সেন রু‌বেল, সহ-ম‌হিলা বিষয়ক সম্পাদক এ‌লিজা পারভীন লিজা, আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফ শেখ সহ প্রেসক্লা‌বের সদস্যবৃন্দ ও অন্যান্য প‌ত্রিকা ও চ্যা‌নে‌লের সাংবা‌দিকবৃন্দ ।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com