প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ফোর্স ডিপ্লয়, গাড়ি রিকুইজিশন, ম্যাজিস্ট্রেট নিয়োগ ও কর্মকর্তাদের প্রশিক্ষণ এতগুলো কাজ এই সময়ের মধ্যে করা অসম্ভব বলে মনে করছি। সম্ভবত আমাদের তারিখ পরিবর্তনকরতে হবে। ১৫ ই মে তারিখে নির্বাচন করা আমার মনে হয় সম্ভব হবেনা । তারপরও দেখি- কোর্ট যদি ১৫ তারিখে নির্বাচন করার নির্দেশ দেয়,তবে আমরা সেই নির্দেশ মোতাবেক ব্যাবস্থা গ্রহন করবো।
সিইসি বলেন, জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের সাথে এ বিষয়ে কথা বলেছি। তারা প্রত্যেকেই বলেছেন- এটা হয়তো সম্ভব হবে না। নির্বাচনের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রায় ১১ হাজার পুলিশ ডেপ্লয় করতেহবে, ৫/৬শ গাড়ি রিকুইজিশন দিতে হবে। ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে,সাড়ে ৮ হাজার ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষনের ব্যাবস্থা করতে হবে। এতগুলো কাজ এই সময়ের মধ্যে করা অসম্ভব মনে করি।
তিনি আরো বলেন, এখন ক্রিটিক্যাল সময়, আমরাও আপিলের জন্য উকিল নিয়োগ করেছি।
তিনি বুধবার জেলা নির্বাচন অফিস পরিদর্শন এবং জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
সিইসি বলেন, আমাদের দু ধরণের নির্বাচন করতে হয়। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সবরকার নির্বাচন সংবিধান বলে যে আইন তৈরি করা হয়েছে সে আইনের প্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করি।
স্থানীয় সরকার বিভাগ যখন চিঠি দিয়ে জানায় তখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহন করি। এবং সীমানা ও আইনী জটিলতা না থাকলে নির্বাচনের তফসিল ঘোষণা করি। তবুও গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সময় আমরা তাদের আলাদা চিঠি দিয়েছি, সীমানা কোন জটিলতা আছে কি-না? কোর্টে কোন মামলা নিস্পত্তির অপেক্ষায় আছেকি-না? এ ব্যাপারে কোন জটিলতা না থাকায় আমরা তফসিল ঘোষনা করেছি। তিনি আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আগে আমরা বিষয়টি জানি না। শুনানীর দিনও নির্বাচন কমিশন বিষয়টি জানে না। মাননীয় উচ্চ আদালত বিচার বিশ্লেষণ করেই এ আদেশ দিয়েছেন।এই আদেশ আমরা পালন করতে বাধ্য।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটানিং অফিসার রকিব উদ্দিন মন্ডল, জেলা প্রশাসক ড. দেওয়ান মো: হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার মো: তারিকুজ্জামানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com