ব্রেকিং

x

হাজীপুরে ক্লাব সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ১০:৩২ অপরাহ্ণ | 637 বার

হাজীপুরে ক্লাব সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

দেশের ছাত্র যুবক তথা তরুন সমাজকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করলে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব : অাব্দুল বাছিত বাচ্ছু

কুুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল বাছিত বাচ্ছু বলেছেন দেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ ছাত্র যুবক তথা তরুন। সমাজের এই বৃহৎ অংশকে বাইরে রেখে প্রকৃত উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। একমাত্র দেশের ছাত্র যুবক তরুনদের উন্নয়ন কাজের অংশীদার করলে এবং প্রয়োজনীয় কর্মসংস্থান সহ বেশি বেশি করে খেলাধুলা ও বিনোদন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত রাখলে মডেল সমাজ গঠন সম্ভব। তিনি অাজ মঙ্গলবার বিকেলে ইউনিয়নের অর্ধ শতাধিক ক্লাব সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে সভাপতির কাছে উপরিউক্ত কথাগুলো বলেন। উক্ত সভায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অর্ধ শতাধিক ক্লাব সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। চেয়ারম্যান অাব্দুল বাছিত বাচ্ছু বলেন বিপদগামীথা থেকে ছাত্র ছাত্র যুব সমাজকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি গ্রামে গ্রামে বেশি বেশি করে খেলাধুলার অায়োজন করতে হবে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অাহ্বান জানিয়ে ক্লাবগুলোর স্পোর্টস সামগ্রী ক্রয়ের জন্য কয়েক হাজার টাকা এবং ওয়ার্ড ভিত্তিক খেলাধুলা অায়োজনের জন্য চলতি অর্থ বছরে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষনা দেন।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ৩:৪৩ অপরাহ্ণ
  • ৫:২৩ অপরাহ্ণ
  • ৬:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com