ব্রেকিং

x

হবিগঞ্জে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ, সমাবেশ

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | ১০:২৪ অপরাহ্ণ | 86 বার

হবিগঞ্জে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ, সমাবেশ
হবিগঞ্জে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল। আজ শনিবার দুপুরে ছবি : সংগৃহীত

হবিগঞ্জে বিএনপির সমাবেশে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা দুইটার দিকে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে হবিগঞ্জ বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও নির্বিচার গুলিবর্ষণ আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করতে সরকারি বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।



কামরুল হুদা জায়গীরদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অত্যুৎসাহী কর্মকর্তা কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা–কর্মীদের ওপর গুলিবর্ষণ করেই ক্ষান্ত হননি, আহত নেতা–কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও হাজারো নেতা-কর্মীকে আসামি করে ষড়যন্ত্রমূলক মামলা করেছেন। তাঁরা এর মাধ্যমে দেশের রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করে বিরোধী নেতা–কর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের পথ প্রশস্ত করছেন।

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী, আবদুল কাইয়ুম চৌধুরী, ফখরুল ইসলাম, সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, হাসান আহমদ পাটোয়ারী, আবদুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম, বিএনপি নেতা শহীদ আহমদ, কামরুল হাসান চৌধুরী, আ ফ ম কামাল, জাকির হোসেন, হাবিবুর রহমান, আবদুল মালেক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com