কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্য দিয়ে দেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।
শুক্রবার (১১ মে) বিকেলে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক প্রত্যাশী ডা. প্রাণ গোপাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় একে একে বাঙ্গালী জাতির প্রতিটি স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আগামী নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আমি সারা জীবন চিকিৎসা সেবা প্রদান করে আসছি। এখন জনগণের সেবা করতে এসেছি। নেতা হয়ে নয়, জনগণের একজন সেবক হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই’।
তিনি চান্দিনার বিভিন্ন রাস্তা-ঘাটের বেহাল দশার সমালোচনা করেন বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদে গিয়ে বলেন- ‘চান্দিনার এমন কোন রাস্তা-ঘাট নেই যে উন্নয়নের ছোয়া লাগেনি’। কিন্তু অতীব দুঃখের বিষয়ে যে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের আজকের মহেন্দ্রক্ষণে চান্দিনায় একটি আনন্দ মিছিল করবো সেই অবস্থাটুকু নেই। চান্দিনা পৌরসভার প্রধান সড়কের যে দশা সেখানে মানুষ হাটাচলা করার কোন সুযোগ নেই।
এদিকে কুমিল্লা জজ কোট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারী পিপি এড. শাহজালাল মিঞা শিপন বলেন, ‘ আপনি আলী আশরাফ এ পর্যন্ত রেদোয়ানের বিরুদ্ধে এ পর্যন্ত একটি মামলাও করেননি। রেদোয়ানও আপনার বিরুদ্ধে কোন মামলা করেন নি। এ থেকে কি বুঝা যায়। আজ আমার চান্দিনা উপজেলায় প্রকৃত আওয়ামী লীগ নেতা কর্মীরা নির্যাতিত হয়। এন্য দিকে জামায়াত বিএনপির নেতাকর্মীরা থাকে প্রশাসনের নাকের ডগায়। আপনি আলী আশরাফ জোড় করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন। এবার সময় এসেছে চান্দিনা মাটি থেকে হটাবার’
চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি ফজলুর রহমান, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি জসিম উদ্দিন, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, কেন্দ্রিয় হকার্সলীগ সাংগঠনিক সম্পাদক মাও. আবু সুফিয়ান প্রমুখ।
কুমিল্লা জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মনির খন্দকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা দীপক কুমার আইচ, আবু তাহের ভূইয়া, হারেছুল আলম, মনির হোসেন চেয়ারম্যান, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন কমিশনার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম রুহুল আমিন, সামছুল আলম, সাবেক পৌর কাউন্সিলর দৌলতুর রহমান, জয়নাল আবেদীন জনি, জেলা সেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন আজাদ, উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দিন দুলাল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, কাজী আখলাকুর রহমান জুয়েল, কেন্দ্রিয় হকার্সলীগ সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবু কাউছার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি প্রমুখ।