স্বামী আবুল কাশেম। এক সময় চুরি করাই ছিল তার পেশা। আশে পাশের গ্রামে সবাই চোর বলেই তাঁকে চেনে। বিবেকের তাড়নায় এক সময় সে চোর নাম ঘুচিয়ে ২৪ বছর বয়সে ছেড়ে দেয় এ পেশা। ভালভাবে জীবন যাপন করতে একটি টেক্সটাইল মিলে চাকরি নেয়। সেখান থেকে পরিচয় হয় রিনা নামের এক মহিলা শ্রমিকের সাথে। ২ বছর প্রেম করার পরে বিবাহ করে ঘর বাঁধেন দুজন। কিন্তু কাশেমের এই পরিবর্তন পছন্দ হয়নি তার পুর্বের সতীর্থদের। কাশেমকে শিক্ষা দেবার জন্য তাঁর স্ত্রী রিনাকে (২২)পৈচাশিক ভাবে শারিরীক নির্যাতন করে কাশেমের সাবেক বন্ধুরা। অস্ত্রের মুখে তুলে নিয়ে ব্রক্ষ্মপুত্রের চরে সাত পিচাস রাত ভর ধর্ষন করে রিনাকে, এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। ভোর বেলা ওই অবস্থায় তাকে উদ্ধার করে সয়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উচাথিলা ইউনিয়নের মরিচাচর এলাকায় রাত ১টা হতে ভোর পর্যন্ত এই পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। পরে গতকাল ধর্ষিতা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করে। এ ঘটনায় ইতি মধ্যে বাদশা ও রতন মিয়া নামে দুই অভীযুক্তকে আটক করেছে ইশ্বরগঞ্জ থানা পুলিশ। ইশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মওলা জানায়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা স্বীকার করেছে কাশেমকে শিক্ষা দিতেই তারা এমন পৈচাশিক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সাতজন অংশ নেয়, বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Development by: webnewsdesign.com