শনিবার, ০৯ জুন ২০১৮ |
১১:৪৪ পূর্বাহ্ণ | 1184 বার
গত 26 মে ২০১৮ ইং শনিবার মিরপুর 10 নং সেকশনের একটি মিষ্টির কারখানা নিয়ে স্বাধীন টিভিতে নিউজ প্রকাশিত হয়। এই নিউজের প্রেক্ষিতে আজ আট জুন শুক্রবার RAB এর একটি ভ্রাম্যমান আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে কারখানার মালিক কে ৩লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ১১ মোণ মিষ্টি ধ্বংস করে। দুর্নীতি আর অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে এভাবেই চলবে আমাদের যুদ্ধ। স্বাধীন টিভির আপোষ হীন এই পথ চলতে আমাদের সঙ্গে থাকুন।